তুলা চাষ সম্প্রসারণ’ একদিনের তুলা চাষের প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন
স্টাফরিপোটার ঃ-ময়মনসিংহ জেলার মুওাগাছা উপজেলা ধীন গাবতলী ইউনিট এর তুলা চাষীদের ২০২০-২১ অথ বছরের প্রশিক্ষণ সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সমাপ্ত হয়. ২৮/৬/২০২১। সভাপতি ছিলেন রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কমকর্তা রানী মজুমদার ‘বিশেষ অতিথি জেডএম রাকিবুল ইসলাম।প্রশিক্ষণার্থীর সংখ্যা ছিল 60 জন। শুরুতেই প্রধান তুলা উন্নয়ন কমকর্তা তুলা চাষ সম্পর্কে এবং এর আথিকভাবে লাভবান হওয়ার বিষয় টি তুলে ধরেন।সকলের মাঝে বীজ। ও সম্মাননা প্রদান করেন প্রধান তুলা উন্নয়ন কমকর্তা রানী মজুমদার।
