ময়মনসিংহে জেলা প্রশাসন কর্তৃক চলছে স্বাস্থ্যবিধি বিরোধী অভিযান
রায়হান আহমেদ, ময়মনসিংহ : চলমান করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসন, ময়মনসিংহ নিয়মিত অভিযান পরিচালনা করছে।এরই অংশ হিসেবে অদ্য ২৬ জুন ২০২১ খ্রিঃ ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ৪টি টিম অভিযান পরিচালনা করছে।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে একটি টিম আজ শহরের চরপাড়া,গাংগিনার পাড়, মাসকান্দা ও আর কে মিশন রোড এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেন।এসময় পুলিশ ও র্যাব অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।এসময় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে চলমান স্বাস্থ্যবিধি না মেনে এসব দোকান খোলা রাখায় আর্থিক দন্ডে দন্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।এসময় তিনি দশটি মামলা রজু করেন এবং ২৩৫০০ টাকা আর্থিক জরিমানায় দন্ডিত করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জনগণ কে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব ও করোনাভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার কথা জানান।তিনি বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
