মনোনীতদের চিঠি দিলো আ. লীগ

নিজস্ব প্রতিবেদক >> দলীয় মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। আজ রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই চিঠি বিতরণ শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিঠি বিতরণ কার্যক্রম শুরু করেন।

যারা দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন- শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), শেখ সালাউদ্দিন জুয়েল (খুলনা-২), মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), শাজাহান খান (মাদারীপুর-২), আব্দুস সোবাহান গোলাপ (মাদারীপুর-৩), কাজী জাফরুল্লাহ (ফরিদপুর-৪), শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ ২), মাহাবুব-উল আলম হানিফ (কুষ্টিয়া-৩), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), অসিম কুমার উকিল (নেত্রকোনা-৩), মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আ ক ম বাহাউদ্দিন (কুমিল্লা-৬), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), কাজী নাবিল আহমেদ (যশোর-৩)।আরও চিঠি পেয়েছেন, এনামুল হক শামিম (শরীয়তপুর-২ ), ইকবাল হোসেন সবুজ (গাজীপুর-৩), সালমান এফ রহমান (ঢাকা-১), কামাল হোসেন মজুমদার (ঢাকা-১৫), শেখ হেলালউদ্দিন (বাগেরহাট-১), মাহমুদ উস সামাদ চৌধুরী (সিলেট-৩), শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২), অ্যাডভোকেট কামরুল ইসলাম (ঢাকা-২), নাইমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), একেএম রহমত উল্লাহ (ঢাকা-১১), মোজাফফর হোসেন (জামালপুর-৫), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২)।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। ৩০০ আসনে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম জমা দেন। ১২ নভেম্বর মনোনয়ন ফরম জমা নেওয়া শেষ হয়। আজ রবিবার থেকে মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে দলটি।গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারিত হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে ২৩ ডিসেম্বরের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়। পুনঃতফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *